Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৬ জুন, ২০২১

বিশ্বে জানা অজানা কিছু তথ্য:- ১ম পর্ব

 Shanto Tech BD : বিশ্বে জানা অজানা কিছু তথ্য:- ১ম পর্ব 


অজানা তথ্য,জানা অজানা তথ্য,অজানা তথ্য ও রহস্য,,অজানা রহস্য,অজানা সব তথ্য,অদ্ভুত অজানা তথ্য,অজানা কিছু তথ্য,অদ্ভুদ ও অজানা তথ্য,মহাকাশের অজানা তথ্য,ভার



  1. প্রতি ঘন্টায় বিশ্বজগৎ চারদিকে শতকোটি মাইল বিস্তৃত হচ্ছে ।
  2. যদি আলোর গতিতেও যাত্রা শুরু করা হয়, তাহলেও নিকটস্থ ছায়াপথ এন্ড্রোমিডাতে যেতে বিশ লক্ষ বছর লাগবে ।
  3. মিশরের আসওয়ান সবচেয়ে শুস্ক এলাকা এবং সেখানে বছরে মাত্র .০২ ইঞ্চি বৃষ্টি হয় ।
  4. পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারার মরুভুমি। এটির আয়তন প্রায় ৩,৫০০,০০০ বর্গ মাইল ।
  5. একটি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতেও ১০০০ গুন বেশী ।
  6. মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে ৭ মাইল গতিতে চলতে হয় ।
  7. বাঁশের এমন কিছু প্রজাতি আছে যেগুলো দিনে প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়ে।
  8. পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা ধরা হয় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস।
  9. আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা। একটা রাইনোসোরাস গুবরে পোকা তার নিজের ‌ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী ওজন বইতে পারে ।
  10. ১৯৭৯ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে।
  11. লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফল সিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড, ওহিওতে ।
  12. মানব হৃৎপিন্ড দিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।
  13. মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেচে থাকতে পারে ।
  14. বিশ্বে প্রথম বাইসাইকেল তৈরী হয় ১৮১৭ সালে ।
  15. অধিকাংশ ক্ষেত্রেই দিন অপেক্ষা রাতেই শিশু জন্মহার বেশী ।
  16. স্থলচরদের মধ্যে মানুষ ছাড়া আর যে প্রানীটি কাঁদতে পারে সেটি হল হাতি ।
পৃথিবীতে  এমন অনেক অজানা রহস্য আছে যা এখনো আমরা জানি না। হয়তো আমরা এখনো সেই বইয়ের জগতেই নিজেকে আবদ্ধ রেখে  এগোচ্ছি। বাইরের দুনিয়ায় যে কত রহস্য তথ্য , অজানা তথ্য আছে তা থেকে আমরা এখনো অজ্ঞাত। 


আশা করি সামনে এমন আরো জানা - অজানা তথ্য নিয়ে আবার কিছু লিখব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages