Shanto Tech BD : বিশ্বে জানা অজানা কিছু তথ্য:- ১ম পর্ব
- প্রতি ঘন্টায়
বিশ্বজগৎ চারদিকে শতকোটি মাইল বিস্তৃত হচ্ছে ।
- যদি আলোর গতিতেও
যাত্রা শুরু করা হয়, তাহলেও নিকটস্থ ছায়াপথ এন্ড্রোমিডাতে যেতে বিশ লক্ষ
বছর লাগবে ।
- মিশরের আসওয়ান
সবচেয়ে শুস্ক এলাকা এবং সেখানে বছরে মাত্র .০২ ইঞ্চি বৃষ্টি হয় ।
- পৃথিবীর সবচেয়ে
বড় মরুভূমি হলো সাহারার মরুভুমি। এটির আয়তন প্রায় ৩,৫০০,০০০ বর্গ মাইল ।
- একটি কুকুরের গন্ধ
শোকার ক্ষমতা মানুষের চাইতেও ১০০০ গুন বেশী ।
- মাধ্যাকর্ষন শক্তি
থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে ৭ মাইল গতিতে চলতে হয় ।
- বাঁশের এমন কিছু
প্রজাতি আছে যেগুলো দিনে প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়ে।
- পৃথিবীর
কেন্দ্রস্থলের তাপমাত্রা ধরা হয় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস।
- আকার অনুযায়ী
গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা। একটা রাইনোসোরাস গুবরে
পোকা তার নিজের ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী ওজন বইতে পারে ।
- ১৯৭৯ সালে জাপানের
সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে।
- লাল ও সবুজ
গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু
দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফল
সিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড, ওহিওতে ।
- মানব হৃৎপিন্ড
দিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।
- মাথা ছাড়াও
তেলাপোকা ৯ দিন বেচে থাকতে পারে ।
- বিশ্বে প্রথম বাইসাইকেল
তৈরী হয় ১৮১৭ সালে ।
- অধিকাংশ ক্ষেত্রেই
দিন অপেক্ষা রাতেই শিশু জন্মহার বেশী ।
- স্থলচরদের মধ্যে
মানুষ ছাড়া আর যে প্রানীটি কাঁদতে পারে সেটি হল হাতি ।
পৃথিবীতে এমন অনেক অজানা রহস্য আছে যা এখনো আমরা জানি না। হয়তো আমরা এখনো সেই বইয়ের জগতেই নিজেকে আবদ্ধ রেখে এগোচ্ছি। বাইরের দুনিয়ায় যে কত রহস্য তথ্য , অজানা তথ্য আছে তা থেকে আমরা এখনো অজ্ঞাত।
আশা করি সামনে এমন আরো জানা - অজানা তথ্য নিয়ে আবার কিছু লিখব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন